করোনা যোদ্ধাদের রক্ষায় বিল
করোনা অতিমারির মধ্যেও বেশ কয়েকটি জায়গায় ঘটেছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণের ঘটনা। হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছিল চিকিৎসকদের সংগঠনও। এবার হামলা রুখতে ও কোভিড যোদ্ধাদের পাশে থাকার বার্তা দিল কেন্দ্র। কড়া পদক্ষেপ হিসেেব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রক্ষায় আনা হলো নতুন বিল। শনিবার ১৯ সেপ্টেম্বর রাজ্যসভায় পাশ হল দ্য এপিডেমিক ডিজিজ অ্যামেন্ডমেন্ট বিল, ২০২০। করোনা মোকাবিলায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হলে কমপক্ষে তিন মাস ও সর্বোচ্চ ৫ বছর কারাবাসের বিধান রয়েছে নতুন বিলে। পাশাপাশি রয়েছে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থাও। রাজ্যসভায় বিলটি পেশ করে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, করোনা মোকাবিলায় যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হেনস্থা রুখতে গত এপ্রিল মাসে অধ্যাদেশ জারি করেছিল কেন্দ্র। করোনা দূর হলেও, এই আইন লাগু থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এই বিলের আওতায় শুধু চিকিৎসক, নার্স নন, একই সঙ্গে প্যারামেডিক্যাল কর্মী, হেলথ ওয়ার্কার ছাড়া অতিমারি নিয়ন্ত্রণে যুক্তদেরও আনা হয়েছে।